হাজিদের জন্য ১৯টি মাদানী ফুল
====================
১) ভাল ভাল নিয়্যতের ধারাবাহিকতা কি বহাল ছিল?
২) যথা সম্ভব যমযম শরীফের পানি ব্যবহার করেছেন?
৩) ফরয ও ওয়াজিব সমূহের উপর আমলের পাশাপাশি মাদানী ইনআমাত মোতাবেক জাদওয়াল অব্যাহত ছিল?
৪) কিছু না কিছু ইশারায় কথাবার্তা বলার ধারাবাহিকতা অব্যাহত ছিল?
৫) মোবাইল ফোনের অনর্থক ব্যবহার থেকে বাঁচার চেষ্টা করেছেন কি?
৬) প্রতিদিন ফিকরে মদীনার সৌভাগ্য অর্জন করেছেন কি?৭দৃষ্টিকে নত রেখে কথাবার্তা বলার প্রচেষ্টা অব্যাহত ছিল? কমপক্ষে ২৬বার।৮রফিকুল হারামাঈন, কুফরী কালেমাত, নামাযের আহকাম, গীবতের ধ্বংসলীলা এবং অন্যান্য কিতাবের অধ্যয়ন করার সৌভাগ্য অর্জন করেছেন কি?
৯) প্রতিদিন কমপক্ষে ১ঘন্টা ১২মিনিট মাদানী মুযাকারা শুনার সৌভাগ্য অর্জন করেছেন কি?
১০) তিনজন হাজীর নাম ও ফোন নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট যিম্মাদারকে মেইল ইত্যাদি করেছেন কি?
১১) ১২০০বার দরূদ শরীফ পড়েছেন কি?
১২) ক্ষুধা থেকে কম খেয়ে কুফলে মদীনা লাগানোর সৌভাগ্য অর্জন করেছেন কি?
১৩) আইসক্রীম ও ঠান্ডা পানীয় থেকে বাঁচার চেষ্টা করেছেন কি?
১৪) কুফলে মদীনা কার্ড লাগানোর সৌভাগ্য অর্জন করেছেন কি? কমপক্ষে ২৬মিনিট
১৫) মক্কা শরীফের হাজেরীর সৌভাগ্য লাভকালীন প্রতিদিন তাওয়াফ/ ওমরার সৌভাগ্য লাভ করেছেন কি? (৯ থেকে ১৩ যুলহিজ্জা পর্যন্ত ওমরার ইহরাম বাঁধা মাকরূহে তাহরীমী)
১৬) নিষিদ্ধ দিন সমূহ ব্যতীত রোযা রাখার সৌভাগ্য অর্জন করেছেন কি?
১৭) মক্কা ও মদীনা শরীফে একটি কুরআন পাক খতম করার সৌভাগ্য অর্জন করেছেন কি?
১৮) মক্কা শরীফ এবং মদীনা শরীফে হজ্জের কাফেলা এবং হজ্জের দিন সমূহে হজ্জের কাফেলার জাদওয়াল অব্যাহত ছিল?মক্কা শরীফহজ্জের কাফেলামদীনা
১৯) হযরত সায়িদুনা ওমর ও উসমান (রাঃ) সায়্যিদী কুত্বে মদীনা ও আবু আত্তার এর ওরশ সমূহ উদ্যাপনের সৌভাগ্য অর্জন করেছেন কি?