বিখ্যাত মুফাস্সির হযরত মুফতী আহমদ ইয়ার খান (রাঃ) আরো বলেন: ‘ইসলামে তাবলীগ তথা প্রচার খুব গুরুত্বপূর্ণ ইবাদত। সমস্ত ইবাদতের মাধ্যমে নিজের উপকার হয়, কিন্তু তাবলীগ তথা প্রচারের উপকার অন্যান্যদেরও হয়। শুধু নিজের উপকার হওয়া আমল থেকে যা অন্যান্যদের ও উপকার দেয় এমন আমল সর্বোত্তম।’ (বর্ণিত আছে যে) কেউ প্রিয় রাসুল (সাঃ) এর নিকট আরয করল: সর্বোত্তম বান্দা কে? ইরশাদ করলেন: “আল্লাহ্ তা‘আলাকে ভয়কারী, আত্মীয়স্বজনদের সাথে ভাল আচরণকারী, সৎকাজের নির্দেশদানকারী এবং অসৎ কাজ সমূহ থেকে বাধা প্রদান কারী।” (আয্ যুহদুল কবীর লিল বায়হাকী, ৩২৭ পৃষ্ঠা, হাদীস-৮৭৭) হযরত সায়্যিদুনা হাসান বসরী (রাঃ) বলেন: ‘যে সৎ কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে বাধা প্রদান করে, সে আল্লাহ্ তা‘আলার খলিফা (প্রতিনিধি), তাঁর রাসুল (সাঃ) এর ও খলিফা এবং তার কিতাব (তথা কুরআন মজিদ) এর ও খলিফা।’ হাদীস শরীফে বর্ণিত আছে: ‘যদি মুসলমানগণ তাবলীগ তথা প্রচার ত্যাগ করে, তখন তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত হবে এবং তাদের দো‘আ সমূহ কবুল হবে না।’ (রূহুল মায়ানী, ৪র্থ খন্ড, পৃষ্ঠা-৩২৬) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) বলেন: ‘হে লোকেরা! সৎকাজের আদেশ দাও, এবং মন্দ কাজ থেকে নিষেধ কর। তোমাদের জীবন ভালভাবে অতিবাহিত হবে।’ আমীরুল মু’মিনীন হযরত শে’রে খোদা আলী (খাঃ) বলেন: ‘তাবলীগ তথা ধর্মপ্রচার হচ্ছে সর্বে ত্তম জিহাদ।’ (তাফসীরে কবীর, ৩য় খন্ড, ৭২ পৃষ্ঠা) যেভাবে তাবলীগ করা সর্বোত্তম ইবাদত, সেভাবে তাবলীগ করা ছেড়ে দেওয়া খুবই মারাত্মক অপরাধ আর তাবলীগ ত্যাগকারী খুব অপমাণিতহ ও লাঞ্ছিত। আমীরুল মুমিনীন হযরত শেরে খোদা আলী (খাঃ) বলেন: ‘যে অন্তর ভালকে ভাল জানবে না এবং মন্দকে মন্দ জানবে না, তবে ঐ অন্তরের উপরিভাগকে এ রকম উপুড় করা হবে যেভাবে ব্যাগকে উল্টানো হয়, অতঃপর ব্যাগের ভিতর থেকে জিনিস সমূহ বেরিয়ে যায়।’ (মুসান্নাফে ইবনে আবী শায়বা, ৮ম খন্ড, ৬৬৭ পৃষ্ঠা, হাদীস নং-১২৪/১২৫
Saturday, August 26, 2017
Home
Unlabelled
সর্বোত্তম আমল সেটা, যেটার উপকার অন্যান্যদের নিকট পৌঁছে
সর্বোত্তম আমল সেটা, যেটার উপকার অন্যান্যদের নিকট পৌঁছে
About Islam Prosar
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of soratemplates is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.