তাজেদারে মদীনা ( সাঃ ) এর সময়ে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। তখন কেউ বলল: এ কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেন: “তোমার উপর আফসোস! তুমি কি জান না যে, যদি আল্লাহ্ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন, তখন তার গুনাহ ক্ষমা করে দেন।”
(মুয়ত্তা ইমাম মালেক, ২য় খন্ড, ৪৩০ পৃষ্ঠা, হাদীস- ১৮০১)
