পী‌রের জন্য ৪টি শর্ত মুরীদ হওয়ার পু‌র্বে এসব বিষ‌য়ের প্র‌তি লক্ষ্য রাখা ফরজ - ইসলাম প্রচার

Sunday, September 3, 2017

পী‌রের জন্য ৪টি শর্ত মুরীদ হওয়ার পু‌র্বে এসব বিষ‌য়ের প্র‌তি লক্ষ্য রাখা ফরজ

পী‌রের জন্য ৪টি শর্ত মুরীদ হওয়ার পু‌র্বে এসব বিষ‌য়ের প্র‌তি লক্ষ্য রাখা ফরজ:
১.‌বিশুদ্ধ আ‌ক্বিদায় বিশ্বাসী ।
২.এতটুকু ইল‌মের অ‌ধিকরী হওয়া যা‌তে নি‌জের প্র‌য়োজনীয় মাসআলা-মাস‌য়িল কিতাব হ‌তে খুঁ‌জে বের কর‌তে পা‌রে ।
৩.ফা‌সি‌কে মু'‌লিন কথা প্রকাশ্যে ফা‌সিক্ব না হওয়া ।
৪.তাঁর তরীক‌তের সিল‌সিলা কথা ধারাবা‌হিকতা নবী করীম (সাঃ) এর সা‌তে সম্পর্কযুক্ত হওয়া।

(বাহা‌রে শরীয়ত,ফ‌তোয়া এ রয‌বিয়া, খন্ড-২১,পৃষ্ঠা -৬০৩)