ইনি এমন একজন মরদে মুজাহিদ যিনি দ্বীন ইসলাম সুন্নিয়াত এর জন্য সবকিছু ক্বুরবান করে দিয়েছেন যার কোন নিজস্ব ঘর নেই,কারণ কারাচীতে ফয়যানে মদীনা নির্মাণের সময় তিনি নিজের ঘর বিক্রি করে দেন,বর্তমানে হুজুরের পরিবার বোনের বাসায় থাকে।
যিনি এখনো পর্যন্ত মাদানী চ্যানেলে ইছলাহে উম্মাতের জন্য রাতদিন শ্রম দিচ্ছেন আর তিনি মাদানী চ্যানেল থেকে স্যালারী তো দূরের কথা এক কাপ চা ও পান করে না।
ইনার উপর অনেকবার দুর্বৃত্তরা হামলা চালিয়েছিলেন আল্লাহ পাকের খাছ রহমত ও নবী صلى الله عليه وسلم এর নাজারে কারাম ছিল বিধায় হুজুর জানে বেচেছিলেন।
শুধু এতটুকুতে শেষ নয় এখনো পর্যন্ত ইনার সকাল সন্ধ্যা রাতদিন এর প্রায় সময় ইসলাহে উম্মাতের কাজে ব্যবহৃত হয়, যা মাদানী চ্যানেল ও ইনার মূল্যবান লিখনী সমৃদ্ধ কিতাবাদি থেকে বুঝা যায় এবং তা এখনো জারি আছে।
যার তাক্বওয়া পরহেজগারি ইখলাছ এর উজ্জ্বল দৃষ্টান্ত আজ আপনার প্রাণপ্রিয় সংঘটন দা'ওয়াতে ইসলামী!!
মহান আল্লাহ পাকের কাছে দো'আ রাখি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে অগণিত বারাকাত দান করেন।আমিন।।
